Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১. ছবি সহভোটার তালিকায় নামঅন্তর্ভুক্ত হওয়া।(প্রতিবছর ২জানুয়ারী হতে ৩১জানুয়ারী পর্যন্ত) অথবা নির্বাচন কমিশন সচিবালয় হতে নির্ধারিত তরিখে ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত হওয়া যাবে)।

২. জাতীয় পরিচয়পত্র গ্রহণ। (ভোটারতালিকায় নাম অন্তর্ভূক্ত হলে তাকে জাতীয় পরিচয় পত্র প্রদান করা হবে)।

৩. জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করা

৪. স্থানীয়সরকার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান করা

৫. স্থানীয়সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানকরা

৬. স্থানীয়সরকার জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করা

৭. জাতীয় পরিচয়পত্র সংশোধন বা স্থানান্তর করা (উপজেলা নির্বাচন অফিস হতে অথবা নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকল্প অফিস(PERP) হতে সংশোধন বা স্থানান্তর করা যাবে)

৮. নির্বাচনকমিশন কর্তৃক ঘোষিত অন্যান্য নির্বাচন সমূহে সহযোগিতা করা।

৯. ভোটার তালিকার সিডি উপজেলা নির্বাচন অফিস বা জেলা নির্বাচন অফিস হতেগ্ রহণ করা।

     ১০.ভোটার তালিকার সার্টি ফাইডক পিদেয়া হয়।